সফর
৩১/০১/২০২৪
বহরমপুর স্টেডিয়াম, মুর্শিদাবাদ
•  সকল মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন, মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। এই অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদ জেলার মোট ১,১০০টি জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন এবং শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
৩১/০১/২০২৪
মালদা জেলা ক্রীড়াঙ্গন মাঠ
•  মালদা জেলা ক্রীড়াঙ্গন মাঠে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে ৪৭টি জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন এবং ১৩৭টি জনমুখী প্রকল্পের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়াও, জাতি-ধর্ম- বর্ণ-বর্গ নির্বিশেষে প্রায় ২ লক্ষ মালদাবাসীর কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা পৌঁছে দেন তিনি।
৩০/০১/২০২৪
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর
•  উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন প্রায় ২ লক্ষ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেন তিনি। এই জেলায় ৬৭,৪৬৭টি প্রকল্পের কাজ শুরু হয়েছে যার মধ্যে ৪৮,৪৮৯টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
৩০/০১/২০২৪
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
•  দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে ৮৭টি প্রকল্পের উদ্বোধন এবং ১৭৫টি প্রকল্পের শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২৯/০১/২০২৪
রাসমঞ্চ মাঠ, কোচবিহার
•  ঐতিহ্যের শহর কোচবিহারে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ১৯৮টি প্রকল্পের শুভ উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। এছাড়াও ২ লক্ষ ১৪ হাজার মানুষের কাছে পৌঁছে দেন বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক পরিষেবা। পাশাপাশি, পৃথিবী খ্যাত মহাবীর চিলা রায়ের ১৫ ফুট উঁচু একটি মূর্তি উদ্বোধন করেন তিনি। এছাড়াও, মোট ৫টি জেলায় ১৯৮টি রাজবংশী বিদ্যালয় এবং ২টি কামতাপুরী বিদ্যালয়ের শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। ৭৭৯ জন রাজবংশী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ৪ জন কামতাপুরী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাকে নিয়োগপত্র প্রদান করা হয়।
২৯/০১/২০২৪
ফুলবাড়ি ফুটবল ময়দান, জলপাইগুড়ি
•  চা-শ্রমিকদের নিজস্ব গৃহ নির্মাণ ও সম্প্রসারণের জন্য আর্থিক সহায়তা দানের উদ্দেশ্যে শুরু হল ‘চা- সুন্দরী এক্সটেনশন’ প্রকল্প। চা-শ্রমিক ভাই-বোনেদের মাথার উপর ছাদ নিশ্চিত করতে রাজ্য সরকারের এটি একটি মানবিক উদ্যোগ। জলপাইগুড়ির ফুলবাড়ি ফুটবল ময়দানে এদিন উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন ১২,০৭৭টি চা-বাগান পাট্টা এবং ২২,৫৭৯ জন চা-শ্রমিককে পাট্টা প্রদান করা হয়।
২৯/০১/২০২৪
উত্তরকন্যা, উত্তরবঙ্গ
•  উত্তরবঙ্গের উত্তরকন্যায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে একটি বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। বিভিন্ন মহকুমা থেকে মোট ২৫৩ জন প্রতিনিধি যোগদান করেন এই বৈঠকে। তাঁদের ধন্যবাদ জানানোর পাশাপাশি রাজ্য প্রশাসনের প্রতি তাঁদের আস্থা ও সমর্থনের প্রশংসা করেন তিনি।
২৪/০১/২০২৪
গোদা বালির মাঠ, পূর্ব বর্ধমান
•  এদিন পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এই দুই জেলায় একাধিক প্রকল্পের শুভ উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। রাস্তা সংস্কার, সেতুনির্মানসহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন তিনি। এছাড়াও, দুই জেলা মিলিয়ে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয় এদিন।