সফর
৩১/১০/২০১৮
টিয়াবন, জলপাইগুড়ি
•  উত্তরবঙ্গ সফরকালীন, আজ জলপাইগুড়ি জেলার টিয়াবন মাঠে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই অনুষ্ঠান থেকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার মানুষকে পরিষেবা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বহু সংখ্যক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। মাননীয়া মুখ্যমন্ত্রী এদিন জানান যে ধারাবাহিক ভাবে উত্তরবঙ্গের উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, উন্নয়নের এই ধারাকেই আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার, জানান। এই অনুষ্ঠানের পর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খতিয়ান নিতে একটি প্রশাসনিক বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সময়মত সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছচ্ছে কিনা তা নিয়েও আলোচনা হয়।
৩০/১০/২০১৮
কোচবিহার, কোচবিহার
•  উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন কোচবিহারের রাসমেলা মাঠ প্রাঙ্গনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই জেলায় একগুচ্ছ নতুন প্রকল্প শুরু করা হয়েছে যার মাধ্যমে জেলার স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিকাঠামো, যোগাযোগ, দক্ষতা উন্নয়ন, কর্ম সংস্থান ক্ষেত্রে উন্নতি হবে। এর মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন হবে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে একগুচ্ছ সরকারি পরিষেবাও প্রদান করা হয়।
২৯/১০/২০১৮
কোচবিহার, কোচবিহার
•  উত্তর বঙ্গে জেলা সফরে গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ আজ কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে নবনির্মিত অডিটোরিয়াম ‘উৎসব’-এর উদ্বোধন করেন তিনি৷ এই অডিটোরিয়ামের উদ্বোধনের পাশাপাশি এখানে তিনি কোচবিহার জেলার আধিকারিদের প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে জেলার উন্নয়নের গতি প্রকৃতি খতিয়ে দেখে মাননীয়া মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে উন্নয়ন কর্মসূচীতে আরও গতি আনার নির্দেশ দেন।
০৪/১০/২০১৮
শিলিগুড়ি, দার্জিলিং
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়িতে হিন্দী ভাষী মানুষের দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর পর তিনি, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
০৩/১০/২০১৮
গাজলডোবা, জলপাইগুড়ি
•  মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তরবঙ্গের গাজলডোবায় তৈরী হচ্ছে এক বিশ্বমানের পর্যটন কেন্দ্র। ২১০ একর জমি নিয়ে গড়ে উঠবে এই বহুমুখী পর্যটন হাব, নাম ‘ভোরের আলো’। উত্তরবঙ্গ সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন এই প্রকল্পটির উদ্বোধন করেন। হিমালয়ের পাদদেশে এই জল-জঙ্গল-পাহাড়ময় পরিবেশ সার্বিকভাবেই পর্যটকদের কাছে বিশ্বমানের গন্তব্য হয়ে ওঠার জন্য আদর্শ। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয়া তিনি সকলকে ‘ভোরের আলো’য় ভ্রমণের জন্যে আহ্বান জানান।