সফর
২৯/০৫/২০১৮
কালিম্পং , উত্তরবঙ্গ
•  দার্জিলিং ও কালিম্পং-র ১৫টি জনজাতির উন্নয়ন বোর্ডের বৈঠকে মাননীয়া মমতা ব্যানার্জ্জী সভামুখ্য হিসাবে উপস্থিত ছিলেন। পাহাড়ের ভাই-বোনেদের মুখে হাসি দেখতে তিনি ভালবাসেন এবং এই হাসি স্থায়ী করে রাখার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ, জানান মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৯/০৫/২০১৮
কালিম্পং , উত্তরবঙ্গ
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন কালিম্পং-এ দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন। কালিম্পং-এ খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করার কথা বলেন তিনি যা স্থানীয় কৃষিজীবি মানুষদের বছরভর উৎপাদিত ফসলের উপযুক্ত মূল্য পেতে সাহায্য করবে।
২৮/০৫/২০১৮
কালিম্পং , উত্তরবঙ্গ
•  চারদিনের উত্তরবঙ্গ সফরে কালিম্পং পৌঁছালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।