সফর
১৮/১২/২০১৩
নদীয়া এবং মুর্শিদাবাদ
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী নদীয়া জেলার কৃষ্ণনগরে জেলা আধিকারিকের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি ওই জেলার উন্নয়নকার্যের খতিয়ান নেন। বৈঠক শেষে মাননীয়া মুখ্যমন্ত্রী ‘নদীয়া আনটোল্ড’ নামে একটি বই প্রকাশ করেন, এই বইটিতে নদীয়া জেলার পর্যটনের সমস্ত তথ্য পাওয়া যাবে।
১৮/১২/২০১৩
নদীয়া এবং মুর্শিদাবাদ
•  এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী ‘আলোশ্রী’ নামে আরও একটি প্রকল্পের উদ্বোধন করেন। রাজ্যের বিদ্যালয়গুলিতে যে সব স্কুলে মিড ডে মিল ব্যবস্থা চালু রয়েছে, তার সুষ্ঠু পরিচালনা এবং মিড ডে মিল প্রকল্পে স্বচ্ছতা আনার জন্য চালু হল এই প্রকল্প। বিদ্যালয় কর্তৃপক্ষকে এখন থেকে প্রতিদিন এসএমএস-এর মাধ্যমে স্কুল প্রশাসন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এই ‘আলোশ্রী’ প্রকল্পের ফলে মিড ডে মিল প্রকল্পে আরও স্বচ্ছতা আসবে। এরপর মাননীয়া মুখ্যমন্ত্রী কন্যাশ্রী মেলায় ছাত্রীদের সঙ্গে কিছু সময় কাটান। তিনি বলেন আগামী দিনে জেলায় জেলায় ‘কন্যাশ্রী’–ক্যাম্প সংগঠিত করা হবে।
১৭/১২/২০১৩
নদীয়া এবং মুর্শিদাবাদ
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর নদীয়া এবং মুর্শিদাবাদ সফরের প্রথম দিনে নদীয়ার পলাশীতে পানিঘাটা উমাদাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন তিনি বলেন, জেলার মানুষকে তাদের সরকারি কাজের জন্য আর ছুটে ছুটে কলকাতায় আসতে হবে না, কারণ প্রতিটি জেলায় ‘মোবাইল মহাকরণ’-এর কাজ শুরু হয়েছে। যেখানে মন্ত্রী পরিষদের সদস্য এবং সচিবরা নিজেরা এসে জেলার মানুষের সঙ্গে দেখা করে তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করবেন। মুখ্যমন্ত্রী নিজে নিয়ম করে জেলায় জেলায় যাচ্ছেন। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ ও নদীয়া জেলার শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এছাড়া বেশ কিছু জনকল্যাণকামী প্রকল্পের পরিষেবা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৭/১২/২০১৩
নদীয়া এবং মুর্শিদাবাদ
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মুর্শিদাবাদের রেজিনগরে জেলা আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জেলার উন্নয়ন প্রকল্পগুলির কাজের অগ্রগতির খতিয়ান নেন।