সফর
২৭/০৪/২০১৭
মাদারিহাট- বীরপারা, আলিপুরদুয়ার
•  আজ আলিপুরদুয়ার জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন পরিষেবাও প্রদান করেন তিনি এদিন।
২৬/০৪/২০১৭
আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করেন।
২৫/০৪/২০১৭
চকচকা, কোচবিহার
•  কোচবিহারের চকচকাতে একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এর মধ্যে অন্যতম প্রকল্পটি হল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল। এদিনের সভা থেকে বেশ কয়েকটি সরকারি পরিষেবাও প্রদান করেন তিনি।
১৩/০৪/২০১৭
ডোমকল, মুর্শিদাবাদ
•  আজ মুর্শিদাবাদের ডোমকলে একটি সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৬০ মেগাওয়াটের চতুর্থ ইউনিট সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া অনেক সরকারি পরিষেবাও প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৬/০৪/২০১৭
ঝালদা ও মানবাজার, পুরুলিয়া
•  বেলকুড়ি হাট ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে ঝালদা ও মানবাজারকে পুরুলিয়া জেলার মহকুমা ঘোষণা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৫/০৪/২০১৭
শুনুকপাহাড়ী, বাঁকুড়া
•  বাঁকুড়ার শুনুকপাহাড়ী মাঠে একটি এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৪/০৪/২০১৭
ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম
•  ঝাড়্গ্রামের রাজ কলেজ প্রাঙ্গণে ঝাড়্গ্রামকে রাজ্যের ২২তম জেলা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৩/০৪/২০১৭
খড়গপু্র, পশ্চিম মেদিনীপুর
•  পশ্চিম মেদিনীপুরের রেলশহর খড়গপু্রের কলেজ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। খড়্গপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করেন তিনি।