সফর
১৬/০৫/২০১৩
দার্জিলিং
•  দার্জিলিং –এ ভগিনী নিবেদিতার স্মৃতি বিজরিত ‘রায় ভিলা’ পরিদর্শনে যান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১৫/০৫/২০১৩
দার্জিলিং
•  দার্জিলিং-এর গোর্খা রঙ্গমঞ্চ ভবনে একটি সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী পলিটেকনিক কলেজ, আই টি আই ও গলফ্‌ কোর্স সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়া তিনি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।