সফর
২২/০২/২০১৪
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা
•   দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ২০১৪-১৫ সালের মধ্যে রাজ্য সরকার ১৬ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা ধার্য করেছে বলে, মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। এই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি রিমোট কন্ট্রোলের সাহায্যে কলকাতা বিমানবন্দরে অবস্থিত 'বিশ্ব বাংলা' বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন। এদিন রায়দিঘিতে মাননীয়া মুখ্যমন্ত্রী কন্যাশ্রী মেলার উদ্বোধন ও সুন্দরবন কাপের পুরস্কার বিতরণও করেন।
১২/০২/২০১৪
মালবাজার, জলপাইগুড়ি
•   জলপাইগুড়ি জেলার মালবাজারে এক সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন উত্তরবঙ্গবাসীদের সুবিধার্থে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। এর পাশাপাশি তিনি এদিন বেশ কিছু পরিষেবা প্রদান করেন। এদিন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীকে আদিবাসী সমাজের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান 'সিনগি দাই' এবং 'মারাং গোমকে' শিরোপা দিয়ে সম্মাননা জ্ঞাপন করে আদিবাসীদের একটি সামাজিক সংগঠন।
১১/০২/২০১৪
শিলিগুড়ি, দার্জিলিং
•   উত্তরবঙ্গে নতুন সচিবালয় উত্তরকন্যা-র উদ্বোধনের পর সেখানে মন্ত্রীসভার প্রথম বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ৩১ জন মন্ত্রী এদিন বৈঠকে উপস্থিত ছিলেন।
১০/০২/২০১৪
রামপুরহাট, বীরভূম
•   বীরভূমের রামপুরহাটে এক অনুষ্ঠানে একাধিক জনমুখী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন তিনি কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কিষাণ ক্রেডিট কার্ড সহ অন্যান্য পরিষেবা প্রদান করেন।
০৯/০২/২০১৪
বর্ধমান
•  বর্ধমানে মাটি তীর্থ কৃষি কথা-র শুভসূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জেলায় কৃষি, মৎস্য চাষ, পশুপালন, উদ্যানপালন, ফুল চাষ এবং মাটি নির্ভর কর্মকান্ড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে।