সফর
২২/০২/২০১৯
হুগলী, তারকেশ্বর
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ রাজ্যের প্রথম গ্রীণ বিশ্ববিদ্যালয়- রাণী রাসমণি গ্রীণ বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন, হুগলীর তারকেশ্বরে। মা মানুষের সঙ্গে মাটির মেলবন্ধনকারী বার্ষিক মাটি উৎসবের উদ্বোধনও করেন তিনি। আরামবাগ, বারাসাত, তমলুক এবং ঝাড়গ্রামে চারটি মেডিকেল কলেজের, উলুবেড়িয়া ও শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ওপিডি পরিষেবার, কাঁথিতে মাদার অ্যান্ড চাইন্ড ও একগুচ্ছ চিকিৎসা পরিষেবার এবং কর্মরতা মহিলাদের সুলভে থাকার হস্টেল কর্মাঞ্জলির ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। আনুমানিক ১০,০০০ মানুষকে এই অনুষ্ঠান থেকে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হয়।
১৩/০২/২০১৯
গোর্খা ওয়েলফেয়ার সেন্টার-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
•  দিল্লী সফরে আজ নিউ দিল্লির সাকেতে গোর্খা ওয়েলফেয়ার সেন্টার-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।