সফর
৩০/১০/২০১৫
খাতরা, বাঁকুড়া
•  বাঁকুড়া জেলায় ‘সবুজ সাথী’ প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন বাঁকুড়ার খাতরায় অনুষ্ঠিত সরকারি অনুষ্ঠানে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।
২৯/১০/২০১৫
ছাতিনাশোল, পশ্চিম মেদিনীপুর
•  পশ্চিম মেদিনীপুর থেকে ছাত্র-ছাত্রীদের জন্য ‘সবুজসাথী’ প্রকল্পের শুভ সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন ছাতিনাশোলে অনুষ্ঠিত এক জনসভায় একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। জেলার সার্বিক উন্নয়ন খতিয়ে দেখতে জেলা আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৭/১০/২০১৫
ডেকেঞ্ছলিং প্রাসাদ, ভূটান
•  ভূটান সফরের তৃতীয় দিনে ডেকেঞ্ছলিং প্রাসাদে ভূটানের রাজপিতা ৪র্থ ড্রুক এবং রাজমাতার সঙ্গে একটি বৈঠকে মিলিত হন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এরপর সেখানে তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজেও যোগ দেন তিনি। এদিন ভূটানের সংসদ ভবনে সে দেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
০৬/১০/২০১৫
থিম্পু, ভূটান
•  পশ্চিমবাংলার সঙ্গে ভূটানের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করতে ভূটানের রাজা জিগমে কেশর নামগেল ওয়াংচুকের সঙ্গে থিম্পুতে এক বৈঠকে মিলিত হন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৫/১০/২০১৫
পারো, ভূটান
•  পাঁচ দিনের ভূটান সফরের প্রথম দিনে ভূটানের সংসদ ভবন পরিদর্শন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। । সেখানে ভূটানের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পশ্চিমবাংলা এবং ভূটানের আর্থ- সামাজিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করেন। এদিন বিকালে, থিম্পুতে অনুষ্ঠিত ‘ভারত- ভূটান বিজনেস কনক্লেভ’-এ যোগ দেন তিনি।