সফর
২২/০৩/২০১৩
পদ্মপুকুর, বারুইপুর (দক্ষিণ ২৪ পরগনা)
•  দক্ষিণ ২৪ পরগনার পদ্মপুকুরে একটি সরকারি অনুষ্ঠানে অগ্নি নির্বাপন কেন্দ্র সহ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন করেন।
২০/০৩/২০১৩
ঝিলিমিলি (বাঁকুড়া)
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বাঁকুড়ার ঝিলিমিলিতে একটি সরকারি অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়া তিনি রাণীবাঁধ ব্লকে একটি নতুন কলেজ গড়ে তোলার কথা ঘোষণা করেন এবং একাধিক পরিষেবা প্রদান করেন।
১৯/০৩/২০১৩
বিনপুর, ঝাড়গ্রাম (পশ্চিম মেদিনীপুর)
•  ঝাড়গ্রামের বিনপুরে একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এর পাশাপাশি তিনি পশ্চিম মেদিনীপুরে নলবাহিত জল সরবরাহ প্রকল্প, ছাত্রী নিবাস ও বেলপাহাড়ীতে আই টি আই নির্মাণের কথা ঘোষণা করেন এবং একাধিক পরিষেবা প্রদান করেন।
১৩/০৩/২০১৩
চালসা, মেটেলি (জলপাইগুড়ি)
•  জলপাইগুড়ির চালসায় একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া মেটেলিতে আই টি আই এবং দুটি জলসেচ প্রকল্প সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি।
১২/০৩/২০১৩
উত্তরবঙ্গ
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী মংপং-এ পৌঁছে সেই অঞ্চলের উন্নয়নের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।