সফর
২১/০৮/২০১৪
সিঙ্গাপুর
•   সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী কে সম্মুগমের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজ ও বৈঠকে যোগদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
২০/০৮/২০১৪
সিঙ্গাপুর
•   সিঙ্গাপুর সফরের তৃতীয় দিনে ‘কাম টু বেঙ্গল, রাইড দ্য গ্রোথ’ বৈঠকে বক্তব্য রাখলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
১৯/০৮/২০১৪
সিঙ্গাপুর
•  মাননীয়া মুখ্যমন্ত্রী তাঁর সিঙ্গাপুর সফরের দ্বিতীয় দিনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন।
১৮/০৮/২০১৪
সিঙ্গাপুর
•  পাঁচদিনের সিঙ্গাপুর সফরের প্রথম দিনে আইএনএ স্মারকে শ্রদ্ধা নিবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। ১৯৪৫ সালের ৮ই জুলাই নেতাজী সুভাষচন্দ্র বসু এই স্মারক স্তম্ভটির শিলান্যাস করেন। এরপর মাননীয়া মুখ্যমন্ত্রী জুরং বার্ড পার্ক এবং রামকৃষ্ণ মিশন পরিদর্শন করতে যান।
১৭/০৮/২০১৪
সিঙ্গাপুর
•   ৫ দিনের শিল্পসফরে সিঙ্গাপুর রওনা হলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসাবে এটাই তাঁর প্রথম বিদেশ সফর।
১২/০৮/২০১৪
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর
•   উন্নয়ন কর্মসূচির তদারকিতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী গঙ্গারামপুরে একটি প্রশাসনিক বৈঠক করেন। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই দুই জেলার আধিকারিকসহ জেলাস্তরের পুলিশ আধিকারিকদের সঙ্গে রবীন্দ্রভবনেও একটি বৈঠক করেন তিনি। এরপর তিনি মালদা কলেজ প্রেক্ষাগৃহে ওই জেলার আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন।
০৮/০৮/২০১৪
কৃষ্ণনগর, নদিয়া
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী তাঁর জেলাসফরের শেষ পর্যায়ে কৃষ্ণনগরের নবীকৃত রবীন্দ্রভবনে নদীয়া ও মুর্শিদাবাদ জেলার পদস্থ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। দুটি জেলার উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে।
০৭/০৮/২০১৪
নদিয়া
•  দক্ষিণবঙ্গ জেলা সফরের এই পর্যায়ে নদিয়া পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০১/০৮/২০১৪
বেলিয়াতোড়, বাঁকুড়ার
•   বাঁকুড়ার বেলিয়াতোড়ে অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। । তিনি বেশ কয়েকটি জনকল্যাণমুখী পরিষেবা প্রদান করেন।