সফর
২৮/১২/২০২৩
চাকলা, উত্তর ২৪ পরগণা
•  উত্তর ২৪ পরগণায় একগুচ্ছ নবনির্মিত প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সকলের কল্যাণার্থে এ দিন চাকলা লোকনাথ ধাম-এ পুজো দেন তিনি।
১২/১২/২০২৩
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, শিলিগুড়ি
•  শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে, রাজ্যব্যাপী কৃষকবন্ধু (নতুন) প্রকল্পে সহায়তা প্রদান করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পাশাপাশি, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মোট ৮,৭৭৬টি সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় এবং মাদ্রাসার প্রায় ১২ লক্ষ ২৪ হাজার ছাত্রছাত্রীকে নবম পর্যায়ের সাইকেল প্রদানের শুভারম্ভ করেন তিনি। এছাড়াও মোট ২৮টি জনমুখী প্রকল্পের শিলান্যাস এবং ১৪টি জনমুখী প্রকল্পের শুভ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিনের সভাস্থল থেকে প্রায় ১২,০০০ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করা হয়।
১১/১২/২০২৩
বানারহাট, জলপাইগুড়ি
•  জলপাইগুড়ি জেলায় এক সরকারী অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার মানুষের সুবিধার্থে নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি একগুচ্ছ পরিষেবাও প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
১০/১২/২০২৩
আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড
•  আলিপুরদুয়ারে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্থানীয় মানুষের সুবিধার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেন তিনি।
০৮/১২/২০২৩
কার্শিয়াং, দার্জিলিং
•  উত্তরবঙ্গ সফরের শুরুতেই দার্জিলিং ও কালিম্পং জেলায় একগুচ্ছ জনহিতকর পরিষেবা বিতরণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দার্জিলিং এর মাল-এ মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি উন্মোচন করেন তিনি। দার্জিলিং এবং কালিম্পং-এ চিকিৎসা পরিষেবা, শিক্ষা এবং পরিকাঠামোসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তিস্তা বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রতিটি পরিবারকে ৭০,০০০ টাকা করা হয়। এ ছাড়াও এদিন জিটিএ কর্মচারী, চা বাগানের শ্রমিক এবং তাদের পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।