সফর
২৮/০৬/২০১৬
হাসিমারা , আলিপুরদুয়ার
•  আলিপুরদুয়ারের হাসিমারায় সুবাসিনী চা বাগানে এক প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান নেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
২৭/০৬/২০১৬
প্যারেড গ্রাউন্ড , আলিপুরদুয়ার
•  আলিপুরদুয়ার জেলা দিয়ে শুরু হল মাননীয়া মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর তাঁর এই প্রথম উত্তরবঙ্গ সফর। আলিপুরদুয়ার জেলা গঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে উপস্থিত ছিলেন তিনি। এরপর তিনি জেলা আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন।

•   এ দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়াও জনসাধারণের সুবিধার্থে কন্যাশ্রী, সবুজ সাথী, পাট্টা, কৃষি সরঞ্জামসহ বিভিন্ন পরিষেবা প্রদান।
১৪/০৬/২০১৬
ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর
•  জেলা সফরের দ্বিতীয় দিনে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে জেলা ভিত্তিক প্রশাসনিক বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পরে ঝাড়গ্রামে নবগঠিত আদিবাসী পরামর্শদাতা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বৈঠকের পর ঝাড়গ্রাম বনদফতরের লিভিং আর্ট মিউজিয়াম (ট্রাইবাল ইনটারপ্রিটেশন সেন্টার কাম মিউজিয়াম)-এর উদ্বোধন করেন তিনি।
১৩/০৬/২০১৬
নারায়ণগড় , পশ্চিম মেদিনীপুর
•  দ্বিতীয়বার সরকার গঠনের পর জেলা সফর শুরু করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত জঙ্গলমহলের নারায়ণগড়ে এক সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।