সফর
০৫/০৯/২০১৮
দার্জিলিং, দার্জিলিং
•  এবছর শিক্ষক দিবসের রাজ্য স্তরের অনুষ্ঠান হলো দার্জিলিং-এ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন পাহাড়ের মানুষের বহুদিনের স্বপ্নের সূচনা করলেন দার্জিলিং হিল ইউনিভারসিটি-র ভিত্তি প্রস্তর স্থাপন করার মাধ্যমে। দার্জিলিং জেলার মংপু-তে স্বাধীনতার পর থেকে এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে ও সহায়তায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে। এখানে ট্র্যাভেল ও ট্যুরিজিম ম্যানেজমেন্ট, টি- ম্যানেজমেন্ট, হর্টিকালচার, হিমালয়ান স্ট্যাডিজ, তথ্যপ্রযুক্তি, মিডিয়া- সহ বিজ্ঞান ও কলা বিভাগের অন্যান্য সাধারণ বিষয় গুলির পঠন পাঠন হবে। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকাবাসীদের হাতে বিভিন্ন পরিষেবা তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী। পাহাড়ের ছাত্র ছাত্রীদের জন্য নতুন প্রকল্প চালু হল এদিন, তাদের জন্য স্কুল ব্যাগ, রেনকোট তুলে দেওয়া হয়। তিনি এদিন বলেন যে দার্জিলিং ও কালিম্পং জেলার তথা পাহাড়ের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বদ্ধ পরিকর।
০৪/০৯/২০১৮
দার্জিলিং, দার্জিলিং
•  দার্জিলিং-এ জিটিএ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিনের বৈঠকে, পাহাড়ের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়। স্থির হয়, মুখ্য সচিবের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি ছ’মাসের মধ্যে রিপোর্ট তৈরি করে পেশ করবে রাজ্য সরকারের কাছে। মংপুতে একটি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, নাম দেওয়া হবে ‘দার্জিলিং হিল ইউনিভার্সিটি’, বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কার্শিয়াং-এ একটি এডুকেশন হাব তৈরি করার কথাও জানান তিনি। কালিম্পং-এ প্রেসিডেন্সির একটি ক্যাম্পাস তৈরি হচ্ছে বলে জানান মাননীয়া মুখ্যমন্ত্রী। কৃষি, রেশমগুটি পালন, পর্যটন, বিনোদন, অথ্য প্রযুক্তি, সফটওয়্যারসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে।
০৩/০৯/২০১৮
দার্জিলিং, দার্জিলিং
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন দার্জিলিঙে পৌঁছোলেন। তাঁর এবারের পাহাড় সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচী আছে। এদিন বিপুল জনতার আবেগ লালিত উপস্থিতি প্রমাণ করে পাহাড়ের হাসি আরও চওড়া হয়েছে।