সফর
২৯/০১/২০১৩
দার্জিলিং
•  দার্জিলিং-এর ম্যালে উত্তরবঙ্গ উৎসবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলি হল লামাহাটায় পর্যটন আবাস, নবরূপে বিজনবাড়ি সেতু, সংখ্যালঘু ভবন ইত্যাদি।
২৮/০১/২০১৩
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম (শিলিগুড়ি)
•  শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ‘উত্তরবঙ্গ উৎসব’–এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এদিন তিনি মেধাবী অথচ দরিদ্র ও সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এছাড়া ২৫ জন অতিদরিদ্র ছাত্র-ছাত্রীদের হাতে ‘এডুকেশন কিট’ এবং উপভোক্তাদের হাতে বেশ কয়েকটি পরিষেবাও তুলে দেন।
২১/০১/২০১৩
ক্যানিং (দক্ষিণ ২৪ পরগনা)
•  ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স-এ একটি সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের সম্মানিত করেন। এর পাশাপাশি তিনি উপভোক্তাদের মধ্যে কিষান ক্রেডিট কার্ড ও সামাজিক মুক্তি কার্ড সহ একাধিক পরিষেবা প্রদান করেন।
১৮/০১/২০১৩
বড়জাগুলিয়া (নদীয়া)
•  নদীয়ায় একটি সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী কিষান মান্ডি, আই টি আই এবং তপশিলী জাতি ও জনজাতি ছাত্রদের জন্য হস্টেল সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন।
১৮/০১/২০১৩
আমডাঙ্গা (উত্তর ২৪ পরগনা)
•  আমডাঙ্গায় আর একটি সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী পলিটেকনিক কলেজ, আই টি আই ও ছাত্রী হস্টেল সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়া কিষান ক্রেডিট কার্ড সহ একাধিক পরিষেবা প্রদান করেন।
১৬/০১/২০১৩
বেলদা (পশ্চিম মেদিনীপুর)
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বেলদায় একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়া তিনি কেশিয়ারী, গোপিবল্লভপুর-২, খড়গপুর-২, চন্দ্রকোণা-২ ও বেলদায় কলেজ স্থাপনের কথা ঘোষণা করেন এবং একাধিক পরিষেবা প্রদান করেন।
১০/০১/২০১৩
আসানসোল (বর্ধমান)
•  আসানসোলের পোলোগ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে মাননীয়া মুখ্যমন্ত্রী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও নলবাহিত জল সরবরাহ প্রকল্প সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও উপভোক্তাদের একাধিক পরিষেবা প্রদান করেন।