সফর
২৬/০৩/২০১৮
পৈলান, দক্ষিণ ২৪ পরগণা
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক বৈঠকে বসেন পৈলানে ভারত সেবাশ্রমের অডিটোরিয়ামে। জেলার উন্নয়ন কর্মসূচী রূপায়নের খোঁজ নেন মাননীয়া মুখ্যমন্ত্রী ব্লক স্তর থেকে জেলা স্তরের আধিকারিকদের কাছ থেকে। এছাড়া জেলার নানান প্রশাসনিক বিষয়ে জেলাশাসক-সহ অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনা করেন।
২২/০৩/২০১৮
মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর
•  পশ্চিম মেদিনীপুর জেলা সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন মেদিনীপুরের পুলিশ লাইনস-এ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন তিনি ।
২১/০৩/২০১৮
ডেবরা, পশ্চিম মেদিনীপুর
•  পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। সাধারণ মানুষের হাতে বিভিন্ন পরিষেবাও তুলে দেন তিনি। একই দিনে তিনি বোলপুরে বীরভূম জেলার জন্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠকও করেন।
২০/০৩/২০১৮
গুরাপ, পূর্ব বর্ধমান
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী এদিন হুগলী জেলার গুরাপে এবং পূর্ব বর্ধমান জেলার গুসকরায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন। জেলা স্তর থেকে ব্লক পর্যন্ত প্রশাসনের আধিকারিকদের কাছ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী জেলার সার্বিক উন্নয়নের খোঁজ নেন।
১৬/০৩/২০১৮
উত্তরকন্যা, শিলিগুড়ি
•  শিলিগুড়িতে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় এক বৈঠকে বসেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী ও সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী পবন চামলিং।
১৪/০৩/২০১৮
দার্জিলিং, দার্জিলিং
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপস্থিতিতে পাহাড়ে আয়োজিত প্রথম শিল্প সম্মেলনের শেষে তিনি জানান, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকে কৃষিভিত্তিক শিল্পের জন্য মোটের উপর ২ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে।
১৩/০৩/২০১৮
দার্জিলিং, দার্জিলিং
•  পাহাড়ে প্রথম শিল্প সম্মেলন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। দার্জিলিং শহরে এই শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রীসভার মাননীয় সদস্য ও জিটিএ-র কার্যনির্বাহীবৃন্দ ও বিভিন্ন দফতরের সচিবসহ বিভিন্ন বণিক সভার মুখ্য ব্যক্তিবর্গ।
০৬/০৩/২০১৮
পুরুলিয়া, পুরুলিয়া
•  মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এদিন পুরুলিয়া জেলার ব্লক ও জেলা স্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন। সরকারি পরিষেবার সুষ্ঠু বিতরণ ও উন্নয়ন কার্যের অগ্রগতি- এই ছিল বৈঠকের আলোচ্য বিষয়।
০৬/০৩/২০১৮
পাত্রসায়, বাঁকুড়া
•  এদিন বাঁকুড়া জেলার কাঁকড়ডাঙা, পাত্রসায়েরে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্পের উদ্বোধন করেন, তার কয়েকটি হল, ফেয়ার প্রাইস মেডিসিন শপ, ধানের গুদাম, নতুন রাস্তা, মিনি ইনডোর গেমস কমপ্লেক্স, খালের সংস্কারসহ নানাবিধ। এছাড়া তিনি যে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, ইকো পার্ক, শ্রম ভবন ইত্যাদি। এর পাশাপাশি তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, আনন্দধারা, গতিধারা, ধামসা মাদল, কৃষি যন্ত্রপাতি, সবজি চাষের মিনিকিটসহ বেশ কিছু পরিষেবা প্রদান করেন।
০৫/০৩/২০১৮
দুর্গাপুর , পশ্চিম বর্ধমান
•  পশ্চিম বর্ধমান জেলা সফরে, এদিন দুর্গাপুরে ব্লক ও রাজ্য স্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। উন্নয়নের অগ্রগতির খবরাখবর নেওয়া ছাড়াও পরিষেবা সময়মত মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা সে বিষয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।
০৫/০৩/২০১৮
শিমুলিয়া, পুরুলিয়া
•  আজ পুরুলিয়া জেলার শিমুলিয়াতে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, নতুন রাস্তা, নলকূপ প্রকল্প, নদী সেচ প্রকল্প, রেশম ভবনসহ বিবিধ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এছাড়াযে সকল প্রকল্পের শিলান্যাস করেন, তার কয়েকটি হল, গুদাম ঘর, কর্মতীর্থ, প্রশাসনিক ভবন, আলোক স্তম্ভ ইত্যাদি। এর পাশাপাশি তিনি কন্যাশ্রী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথী, সমাজসাথী, গতিধারা, পাট্টা, সয়েল হেলথ কার্ড, পাওয়ার টিলারইত্যাদি পরিষেবাও প্রদান করেন।