সফর
৩০/০৪/২০১৫
কৃষ্ণনগর, নদীয়া
•  ভারতের মধ্যে প্রথম নির্মল জেলার স্বীকৃতি পাওয়ায় নদীয়ার সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এদিন, কৃষ্ণনগরে 'মিশন নির্মল বাংলা'-র রাজ্যস্তরের অনুষ্ঠানে তিনি জানান, শৌচাগার নির্মাণে দেশের প্রথম চারটি জেলার মধ্যে রয়েছে নদিয়া, হুগলি এবং বর্ধমান।
২৯/০৪/২০১৫
নবদ্বীপ, নদীয়া
•  নদীয়ার নবদ্বীপ চটির মাঠে একটি সরকারি অনুষ্ঠানে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নদীয়া জেলাকে সরকারিভাবে ভারতবর্ষের প্রথম ‘নির্মল’ জেলা হিসাবে ঘোষণা করেন তিনি। এদিন নদীয়া জেলার উন্নয়নের কাজ খতিয়ে দেখতে জেলা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
২৬/০৪/২০১৫
নকশালবাড়ি, দার্জিলিং
•  বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখতে উত্তরবঙ্গে পৌঁছলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। শিলিগুড়ির নকশালবাড়ি এবং মিরিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন তিনি। এরপর তিনি শিলিগুড়ির হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।
০১/০৪/২০১৫
বীরপাড়া-মাদারিহাট, আলিপুরদুয়ার
•  উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আলিপুরদুয়ার যাওয়ার পথে স্থানীয় চা বাগানের শ্রমিক এবং স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। নতুন জেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার পর আলিপুরদুয়ারে তাঁর এই প্রথম সফর। আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত অঞ্চল গুলিতেও উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে এদিন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।