সফর
২০/১০/২০১৬
সিঙ্গুর, হুগলী
•  সিঙ্গুরের কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। সর্ষে বীজ বপনের মাধ্যমে সিঙ্গুরের জমিতে ফের কৃষিকার্যের সূচনা করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কৃষকদের জমি চাষযোগ্য করে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি প্রাথমিকভাবে চাষবাসের কাজও শুরু হল। এছাড়া কৃষকদের হাতে এদিন বীজ ও কৃষি সামগ্রীও তুলে দেন মাননীয়া মুখ্যমন্ত্রী।