সফর
১৬/০৯/২০১৫
জয়ন্তী, আলিপুরদুয়ার
•  সদ্য সংস্কার হওয়া জয়ন্তীর বাংলোর উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। একই সঙ্গে জয়ন্তীর অরণ্যে সাতটি কটেজ উদ্বোধন করেন তিনি।
১৫/০৯/২০১৫
কালিম্পং, দার্জিলিং
•  দার্জিলিং সফরের তৃতীয় দিনে রাজ্যে বসবাসকারী মাঙ্গার জনজাতির জন্য উন্নয়ন পর্ষদ গড়ার কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। এছাড়া এদিন তিনি লেপচা উন্নয়ন পর্ষদের চতুর্থ প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই লেপচা উন্নয়ন পর্ষদ এখন থেকে পশ্চিমবঙ্গ মায়াল ল্যাং লেপচা উন্নয়ন পর্ষদ নামে পরিচিত হবে। এই অনুষ্ঠানে লেপচাদের জন্য গৃহ নির্মাণ বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।
১৪/০৯/২০১৫
কার্শিয়াং, দার্জিলিং
•  চারদিনের দার্জিলিং সফরে মাননীয়া মুখ্যমন্ত্রী কার্শিয়াং-এর ডাউহিলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্বমানের ক্যাম্পাস এবং একটি এডুকেশনাল হাবের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া ভিক্টোরিয়া ও ডাউহিল এই দুই সরকারি বিদ্যালয়ের মানোন্নয়ন ও এগুলিকে আই সি এস ই থেকে আই এস সি স্তরে উন্নীত করতে ২ কোটি টাকার আর্থিক সাহায্য বরাদ্দ করেন।

•   তামাং উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদের আমন্ত্রণে তাঁদের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী। তাঁকে‘নালসাংদোলমা’(আলোর দেবী)নামে অভিহিত করল তামাং সম্প্রদায়। এই অনুষ্ঠানে তিনি তামাং সম্প্রদায়কে ১০০০টি গৃহ নির্মানের জন্য প্রথম কিস্তি হিসাবে ১০কোটি টাকা আর্থিক সাহায্য দেন।