সফর
১০/১১/২০১৬
সিঙ্গুর, হুগলী
•  সিঙ্গুরের ৯৯৭ একর জমিকে কৃষিযোগ্য করে তোলার কাজ দেখতে সিঙ্গুর গেলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০৩/১১/২০১৬
সবুজ সাথী প্রকল্প - জামবনি
•  সবুজ সাথী প্রকল্পের আওতায় এবার পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা শুরু হল। এদিন জামবনিতে এক সরকারি অনুষ্ঠানে, এই কাজের শুভারম্ভ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।
০২/১১/২০১৬
‘মিলন উৎসব’ - ২০১৬
•  ঝাড়্গ্রাম স্টেডিয়ামে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ‘মিলন উৎসব’-এ উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী।